মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী •
কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত হয়ে ৭ জুন পর্যন্ত ১১৬ জন প্রাণ হারিয়েছে। তারমধ্যে, কক্সবাজার সদর উপজেলার নাগরিক ৫৭ জন। আবার এ ৫৭ জনের মধ্যে ৪১ জন কক্সবাজার পৌরসভার নাগরিক। কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
জেলায় করোনা সংক্রামণের হার বৃদ্ধির পাশাপাশি করোনায় প্রাণহানির সংখ্যাও বাড়ছে। গত ২৩ মে থেকে ৭ জুন পর্যন্ত ১৬ দিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৯ জন রোগী। ২২ মে পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা রোগীর সংখ্যা ছিল মোট ১০৭ জন। ৭ জুন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কক্সবাজারে মৃত্যুবরণ করা ১১৬ জনের মধ্যে ১৮ জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’০৮% ভাগ।
কক্সবাজার সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য মতে, ৮ জুন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ১০ হাজার ৭৮৬ জন। তারমধ্যে, কক্সবাজার সদর উপজেলার রোগী ৪৬২৩ জন। যা জেলার মোট আক্রান্ত হওয়া রোগীর প্রায় ৪৩% ভাগ।
এদিকে, মঙ্গলবার ৮ জুন কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৬৫ জনের নমুনা টেস্ট করে ৩০ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৪৩৫ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার শনাক্ত হওয়া ৩০ জনের মধ্যে আগে আক্রান্ত হওয়া ২ জন পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী ২৮ জন নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে ৫ জন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রোগী। অবশিষ্ট নতুন শনাক্ত হওয়া ২৩ জন সকলেই কক্সবাজারের রোগী। তারমধ্যে, ১৪ জন রোহিঙ্গা শরনার্থী। এছাড়া কক্সবাজার সদর উপজেলায় ৫ জন, উখিয়া উপজেলায় ২ জন, টেকনাফ উপজেলায় ১ জন এবং পেকুয়া উপজেলার ১ জন রোগী রয়েছে।
এদিকে, গত ৭ জুন পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৯ হাজার ৪৩৮ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৭’৬৮% ভাগ
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-