নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার শহরের দক্ষিন রুমালিয়ারছড়ার সিকদার বাজার এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া জোড়া খুন মামলার এজাহার ভুক্ত ৪নং আসামীকে কলাতলী থেকে গ্রেফতার করেছে শহর ফাঁড়ির পুলিশ।
রবিবার (৭ জুন) রাত ৯টার দিকে হোটেল-মোটেল জোন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী মঈন উদ্দীন (১৮) দক্ষিণ রুমালিয়ার ছড়া, সমিতি বাজার এলাকার জিয়াউর রহমানের পুত্র।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, রবিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলাতলীর একটি রিসোর্টে বন্ধুর জন্মদিন পালনের উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবর পেয়ে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম অভিযান চালিয়ে সন্ত্রাসী মঈন উদ্দীনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গত ৩১জুন বিকেল ৫ টার সময় শহরের সমিতি পাড়া, মাটিয়া তলী এলাকায় তানবীর হত্যার প্রধান অন্যতম আসামী কুখ্যাত সন্ত্রাসী রায়হান ও আশু আলী দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও অবৈধ লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে রায়হান গ্রুপের প্রধান রায়হানসহ দুইজন মারা যায় এবং একজন আহত হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-