পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩০ আরোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক •

পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে ৩০ আরোহী। সোমবারের দুর্ঘটনায় আহত অর্ধ-শতাধিক।

রেল বিভাগের মুখপাত্র জানান, ধারকি শহরের কাছে হয় দুর্ঘটনাটি। প্রাথমিক তথ্য অনুসারে, করাচি থেকে সারাগোধার দিকে যাচ্ছিলো ‘মিল্লাত এক্সপ্রেস’। কিন্তু লাইনচ্যুত হয়ে সেটি অন্য ট্র্যাকে চলে যায়।

এসময় রাওয়ালপিন্ডি থেকে আসছিলো ‘স্যার সৈয়দ এক্সপ্রেস’। দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষের পর, স্থানীয়দের সহযোগিতায় শুরু হয় উদ্ধার তৎপরতা। পরে অভিযানে যোগ দেয় ফায়ার ব্রিগেড ও স্বেচ্ছাসেবীরা। এখনো লাইনচ্যুত বগির নিচে আটকা ১৫ থেকে ২০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে নিহতদের পরিচয় শনাক্তে রাখা হয়েছে মর্গে।

আরও খবর