কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. ছালামত উল্লাহ আর নেই

বিশেষ প্রতিবেদক •

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জামায়াতে ইসলামি কক্সবাজার জেলা শাখার সাবেক নায়েবে আমীর ও কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এড‌ভোকেট ছালামতুল্লাহ আর নেই।

রোববার (৬ জুন) রাত ৮ টা ১০ মিনিটের দিকে চট্টগ্রা‌ম শহরের পার্কভিউ হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এডভোকেট ছালামতুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ছেলে রিয়াজ মোহাম্মদ শাকিল।

তিনি জানান, আজ রাত সোয়া ৮টার দিকে তার বাবা পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমের নামাজে জানাজা সোমবার জুহর নামাজের পর কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

আরও খবর