এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •
কক্সবাজারের পেকুয়ায় লবণ রাখার গর্তে পড়ে মো. শামীম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৫ জুন) পৌনে চারটার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু শামীম একই এলাকার মো. রানার ছেলে। রানা ঢাকার একটি ক্যাম্পে আনসার সদস্য হিসাবে কর্তব্যরত রয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিহত শিশুর চাচা মো. বেলাল উদ্দিন বলেন, বাড়ি সংলগ্ন লবণ চাষের জমি রয়েছে। ওখানে পর্যাপ্ত লবণ মওজুদ রাখার জন্য গর্ত করা হয়েছিল।
সাম্প্রতিক সময়ে বৃষ্টির কারণে ওই গর্ত সমুহ পানি ভর্তি হয়ে যায়। শনিবার বিকালে চাচাতো ভাইয়ের ছেলে শামীম বাড়ির পার্শ্ববর্তী খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে গর্তে পড়ে যায়। খেঁাজাখুঁজির এক পর্যায়ে তাকে মৃত অবস্থায় ওই গর্তে পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ নুর বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। নিহত শিশুর পিতা এখনো ঢাকায় কর্মস্থলে রয়েছেন। তার সাথে কথা বলে শিশুটিকে দাফনের ব্যবস্থা করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-