এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •
কক্সবাজারের চকরিয়ায় ট্রাক্টর গাড়ির নিচে চাপা পড়ে মোহাম্মদ জাহেদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ সময় তার ছোট ভাই মোহাম্মদ তৌহিদ (১৮) গুরুতর আহত হয়। তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (৫ জুন) সকাল ৬টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা রাবার ড্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত দুইজনই ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মীর কাশেম জানান, সকালে ট্রাক্টরে ছড়ে দুই ভাইসহ ৪ জন মিলে জমি চাষ দিতে যাচ্ছিলেন। ওই সময় বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হওয়া হঠাৎ সড়কের উপর ট্রাক্টর উল্টে যায়।
এ সময় চালক ও অপর একজন লাফ দিয়ে বেঁচে গেলেও দুইভাই জাহেদ ও তৌহিদ ট্রাক্টরের নিচে চাপা পড়ে। পরে তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করলেও জাহেদ ঘটনাস্থলে মারা যায়।
চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ট্রাক্টরের নিচে চাপা পড়ে জাহেদ নামে এক যুবকের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-