জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি •
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৪০০ ইয়াবাসহ ২জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুন) রাত ২ টায় উখিয়া-টেকনাফ সড়কের টিভি টাওয়ার পাশে ইয়াহিয়া গার্ডেনে থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- ঢাকার খিলগাঁও উপজেলার মো: রেজু মিয়ার মেয়ে মোছাম্মদ শিউলি শিল্পী (৪৩) এবং ঢাকার নন্দিপাড়ার মোহাজন কলনীর আব্দু রশিদ ওরফে জন্তর আলীর ছেলে মো. নুরুজ্জামান (৪১)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-