অনলাইন ডেস্ক •
পরিবারের চাহিদা মেটাতে মাছ শিকারে গিয়ে টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় বজ্রপাতে বেলাল হোসেন (৩০) নামে একজন জেলের মৃত্যু হয়েছে।
সে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার কবির আহমেদ এর ছেলে।
আজ ২ জুন বুধবার সকাল ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং কানজরপাড়াায় মাছ শিকারে যাওয়ার সময় সড়কের উপর এ ঘটনা ঘটেছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউপির ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গাফফার।
তিনি বলেন, আজ ২ জুন বুধবার সকালে নিহত বেলাল হোসেনের বাড়ির পার্শ্ববর্তী নাফ নদীর একটি খালে মাছ ধরতে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হলে সড়কের উপর সে দূলে পড়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বজ্রপাতে তার বুক থেকে পেট পর্যন্ত ঝলসে গেছে।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিবার সূত্রে জানায়, সংসারের প্রয়োজন মেটাতে জাল নিয়ে বাড়ির পার্শ্ববর্তী ও নাফ নদীর খালে মাছ শিকারে যাওয়ার সময় বজ্রপাতে এ ঘটনাটি ঘটেছে। পরিবারের প্রয়োজনে অধিকাংশ সময় সে মাছ শিকার করে আসছিলেন।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) নুরুল আলম বলেন, বজ্রপাতে নিহত যুবকের পরিবারের কোনো ধরনের আপত্তি না থাকায় লাশটি দাফন করার আইনগত প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-