নবী হোসাইন নিরব •
উখিয়ার ব্যস্ততম স্টেশন কোটবাজারের উত্তর স্টেশনের শফিকুল কমপ্লেক্সে উদ্বোধন হলো সময়ের সবচেয়ে আধুনিক ব্যায়ামাগার “মেন্স ক্লাব ফিটনেস জিম”।
যেটি পরিচালনা করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত জিম ট্রেইনার খালেদ হোসেন রানা আর সহযোগী ট্রেইনার হিসেবে থাকবেন চট্টগ্রামের মাসেল পাওয়ার জিমের সাবেক সহযোগী ট্রেইনার জোনায়েদ আলম সোহেল।
বুধবার সন্ধ্যায় সাংবাদিকের বিষয়টি নিশ্চিত করেন “মেন্স ক্লাব ফিটনেস জিম” এর স্বত্বাধিকারী নুর উদ্দিন মানিক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সুলতান আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তোফায়েল আহমেদ অটোগ্যাস ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আজফার সাবিত, উন্নয়ন কর্মী নুরুল হুদা খোকন, উন্নয়ন কর্মী মাইমুনুক হক মুন্নাসহ প্রমুখ।
জিম ট্রেইনার খালেদ হোসেন রানা বলেন, একজন মানুষের স্বাস্থ্যই হচ্ছে সর্বোচ্চ সম্পদ। বাহ্যিক স্বাস্থ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের মানুষিক স্বাস্থ্যও। সুতরাং মানুষিক অবস্থা ভালো রাখতে চাইলে শারীরিক অবস্থাও ভালো রাখাটা জরুরী। আমাদের তরুণরা অনেকেই বিভিন্ন রকমের ডিপ্রেশনে ভোগার ফলে তারা ড্রাগসের প্রতি ঝুঁকে পরে। যেকারণে তাদেরকে মানসিকভাবে তাজা রাখতে হলে ফিজিক্যাল একভিটিস’র দিকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে ব্যায়ামাগার বা জিমনেশিয়াম হতে পারে আদর্শ একটি উপায়।
অত্যাধুনিক সরঞ্জাম সমৃদ্ধ এই জিমনেশিয়ামটির সম্পর্কে স্বত্বাধিকারী নুর উদ্দিন মানিক বলেন, কথায় আছে ‘স্বাস্থ্যই সকল সুখের মূল’। ছোট বেলায় এই কথাটি বই-পুস্তকে পড়েনি এমন লোকের সংখ্যা খুঁজে পাওয়াটা কষ্টকর হবে। তবে বাস্তবতা হলো নাগরিক জীবনে চিরচেনা এই কথাটি বর্তমানে বইতেই আবদ্ধ হয়ে আছে। এছাড়া মাদকের ভয়াবহ ছোবলে যুব সমাজ ও তরুণরা আজ ধ্বংসের পথে। তাই উখিয়ার যুব সমাজের জন্য ব্যতিক্রমী একটি ব্যায়ামাগার করার চেষ্টা করেছি।
এছাড়া ব্যায়ামাগারের প্রধান বিষয় হচ্ছে সরঞ্জামাধি। আর ঠিক সে কারণেই “মেন্স ক্লাব ফিটনেস জিমনেশিয়ামটি সাজাতে ব্যবহার করা হয়েছে ব্যয়বহুল সরঞ্জামাদি দিয়ে। যা উখিয়ার অন্যসব জিমনেশিয়াম গুলোতে সচরাচর দেখা যায় না।
তবে, এত উন্নতমানের জিমনেশিয়াম হওয়া সত্তেও স্বল্প খরচে ব্যায়াম করা যাবে বলে জানালেন নুর উদ্দিন মানিক।
তিনি আরও বলেন, অর্থ উপার্জনের উদ্দেশ্যে এ জিম সেন্টার নয়, আমার উদ্দেশ্য হচ্ছে সবাই যেনো স্বাচ্ছন্দে ব্যায়াম করে তাদের ফিটনেস ভালো রাখতে পারে।
জিমের নতুন সদস্য ও সবার সুবিধার্থে সার্বক্ষনিক সেবা দিবে নিউট্রিশিয়ান স্পেশালিষ্টসহ স্বীকৃতপ্রাপ্ত ট্রেইনাররা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-