উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে মিজানসহ আটক ৩

অনলাইন ডেস্ক •

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে হাতুড়ি, চাকু, লোহার রডসহ ৩ জনকে আটক করার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১ জুন) দিবাগত রাত ২ টার দিকে হলদিয়াপালং জামবাগান এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো জামবাগান এলাকার শাহ আলমের ছেলে মোঃ মিজান, সেতুনি পাড়ার নজির আহাম্মদের ছেলে আমিন, পুর্ব মরিচ্যার মোঃ হোসেনের ছেলে হেলাল উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ত্রাসীরা রাস্তায় ডাকাতির প্রস্তুতি কালে উখিয়া থানার এএসআই রাজিব কুমার ঘটনা স্থল থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে হাতুড়ি, চাকু, লোহার রডসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী পুলিশ পরিদর্শক রাজিব কুমার বলেন, তারা এখনো থানা হেফাজতে আছে। জিজ্ঞাসাবাদ চলছে। তাদের ব্যাপারে খোজ খবর নেওয়া হচ্ছে। পরবর্তী ওসি স্যারের নির্দেশনা অনুযায়ী আইনী পদক্ষেপ নেওয়া হবে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজুর মোর্শেদ জানান, রাতে সন্দেহজনক ঘোরাঘুরি করার সময় কয়েকজন আটক করা হয়েছে। এখন যাচাই বাছাই করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

আরও খবর