ডেস্ক রিপোর্ট •
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে নামে এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে শহরের পুরাতন জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ফয়সাল মামুন। তিনি গাইবান্ধা ট্রাফিক পুলিশে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি দিনাজপুর সদর উপজেলায়।
জানা গেছে, সারাদিনের দায়িত্ব পালন শেষে পুরাতন জেলখানা মোড়ে নির্মাণাধীন ট্রাফিক পুলিশ ব্যারাকের নির্মাণাধীন ভবনের নিচতলায় নিজের কক্ষে ফেরেন মামুন। পরে তার মোবাইলে কল এলে কথা বলার জন্য ব্যারাকের তৃতীয় তলায় ওঠেন। এ সময় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে হাত দিতেই শরীরে আগুন ধরে আটকে যান তিনি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গাইবান্ধার এসপি মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, মামুন কেনই বা এত রাতে ব্যারাকের নির্মাণাধীন ভবনের ওপরে উঠবেন। বিদ্যুতের তারের কাছাকাছিই বা গেলেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
এসপি আরো বলেন, গাইবান্ধা শহরে বিদ্যুতের তারগুলো অধিকাংশ জায়গায় অনিরাপদ অবস্থায় রয়েছে। এ ব্যাপারে সবাই সচেতন হওয়া প্রয়োজন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-