উখিয়ার চার ওয়ার্ডে কঠোর লকডাউন ঘোষণা!

ইমরান আল মাহমুদ •

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের ২,৫,৬ ও ৯নং ওয়ার্ডকে রেডজোন ঘোষণা করে কঠোর লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার(১ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ায় নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ করে উপজেলা প্রশাসন। রোহিঙ্গা অধ্যুষিত উপজেলা হওয়ায় দিন দিন সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চার ওয়ার্ড কে রেডজোন ঘোষণা করা হয়। রেডজোন ঘোষিত এলাকায় যান ও জনচলাচলে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

রেডজোন ঘোষণা করা এলাকাসমূহে সকল ধরনের যানবাহন চলাচল(জরুরী ব্যতীত) ও এনজিও কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। হোটেল, রেস্তোরাঁ, দোকানপাটও বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

লকডাউন চলাকালীন আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও খবর