আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
২০২০-২০২১ অর্থ বছরে উখিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে সমন্বিত ব্যবস্হাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় হলদিয়াপালং ইউনিয়নের গ্রামের কৃষক অমুল্য বড়ুয়াকে ৭০% ভর্তুকিতে কৃষি যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টার (ধান লাগানোর যন্ত্র) প্রদান করা হয়েছে।
৩১মে (সোমবার) সকাল ১১টায় উখিয়া উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ কৃষকের হাতে যন্ত্রটি বুঝিয়ে দেন।
এসময় উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার জানান, রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপন পদ্ধতিটি দ্রুত ও অধিক কার্যকরী, এতে সময় ও শ্রম অনেক কম লাগে। এটি দিয়ে এক বিঘা জমিতে চারা রোপন করতে এক ঘন্টা সময় রাগে ও এক লিটার পেট্রোল জালানী হিসেবে ব্যয় হয়। ধানের চারার কোন প্রকার অপচয় হয়না, তাছাড়া চারা রোপনে নির্দিষ্ট দূরত্ব বজায় থাকে, ফলে প্রতিটি চারা সমভাবে আলো, বাতাস ও খাবার পায়। কার্যকরী কুশির সংখ্যা বেশি হওয়ায় ফলন ভালো হয় এবং ট্রে তে চারা উৎপাদন করা হয় বিধায় প্রতিটি চারা সুস্থ-সবল হয়। রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে রোপনের জন্য যেকোন প্রাকৃতিক দুর্যোগেও ঘরোয়াভাবে চারা উৎপাদন করা সম্ভব এবং চারার বয়স ১২ দিন থেকে ১৫ দিন হলেই রোপন করা যায়। তাই দিন দিন এই পদ্ধতিতে চারা উৎপাদন ও রোপনের প্রতি কৃষকরে আগ্রহ বাড়ছে বলে জানান তিনি।
এদিকে কৃষক অমুল্য বড়ুয়া যন্ত্রটি পেয়ে উপজেলা কৃষি বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
রাইস ট্রান্সপ্লান্টার বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানা, হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-