নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার পুলিশের নিয়মিত অভিযানে খুরুশকুলের ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী কাউয়ারপাড়া এলাকার নুরুল আলম বহদ্দারের ছেলে ২৩ মামলার আসামী মামুন ও কায়সার আটক হওয়ায় পুরো খুরুশকুলের মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।
এলাকার মানুষের দাবী নিরাপত্তার স্বার্থে এসব সন্ত্রাসীরা আবার যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছ। হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে এলাকার অন্যান্য সন্ত্রাসীদের আটক করার দাবী জানান স্থানীয়রা।
জানা গেছে ৩১ মে রাতে কক্সবাজার ডিবি পুলিশের অভিযানে আটক হয় খুরুশকুলের বর্তমান সব চেয়ে মোস্ট ওয়ান্টেট নুরুল আলম বহদ্দারের ছেলে কায়সার ও মামুন কে আটক করে। এই খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ নিজেদের মধ্যে মিস্টি বিতরণ করে। কারন এই দুজন সহ তার ভাইদের অত্যাচারেএলাকার মানুষ অতিষ্ট ছিল। তাদের বিরুদ্ধে হত্যা,অপহরণ,ধর্ষণ,নারী নির্যাতন,পাহাড়কাটা,জমি দখল সহ ২৩ টি মামলা আছে। যা হলো জি,আর ২৫/১৫ (সদর) ২০১৫। জি,আর ২৩/১২ (সদর) সদর থানার এফআইআর নম্বর ৫৯/২৯৫ ২২ মার্চ ২০১৯। সদর থানার এফআরআর নাম্বার ৪৪/২৮০ তারিখ ১৮ মার্চ ২০১৯। সদর থানার এফআইআর নাম্বার ২৪/১০৭৯ তারিখ ১৯ ডিসেম্বর ২০১৭। সদর থানার এফআইআর নাম্বার ১৮/১৮ তারিখ ৮ জানুয়ারী ২০১৮। সদর থানার এফআইআর ৪৯/৬০৮ তারিখ ১০ জুন ২০১৭। সদর থানার এফআইআর নাম্বার ১৮/৯০৮ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭। সদর থানার এ্ফআইআর ৭৪ তারিখ ২০ আগষ্ট ২০১৪। সদর থানার মামলা নাম্বার৮২ জি.আর মামলা ১৩৭৮, ২০১৯। সদর থানার এফআইআর নাম্বার ৮০/১৯ তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯। সদর থানার এফআইআর ৩১/২০ তারিখ ১৫ জুন ২০২০। সদর থানার এফআইআর নাম্বার ৮১/১৯ তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯। সদর থানার এফআইআর নাম্বার ২৪ তারিখ ১৯/১২/১৭। সদর থানার এফআইআর নাম্বার ৬৯/১৮ তারিখ ২৬/১০/১৮। সদর থানার এফআইআর নাম্বার ১৮ তারিখ ১৫/৯/১৭। সদর থানার এফআইআর নাম্বার ৪৪/১৯ তারিখ ১৭/৩/২০১৯। জি,আর ২৩/১৩। সদর থানার এফআইআর নাম্বার ২৫/১৫ তারিখ ৯/১/১৫। সদর থানার এফআইআর ১১/১৯ তারিখ ২/৬/১৯ জি,আর ৬২৮/১৯। জি,আর ৭৫৪/২০১১। নারী শিশু নির্যাতন দমন মামলা ৭৫৪/২০১১। এছাড়া মামুন ও কায়সারের আরেক ভাই রাশেদ বর্তমানে ১০ হাজার ইয়াবা সহ আটক হয়ে চট্টগ্রাম কারাগারে আছে আরেক ভাই পারভেজ কিছুদিন আগে অস্ত সহ গ্রেফতার হয়েছিল।
এদিকে খুরুশকুলের জনপ্রতিনিধি সহ এলাকার মানুষের দাবী এসব সন্ত্রাসীদের কারনে এলাকার মানুষ খুবই অসহায় এবং এলাকার সুনাম নষ্ট হচ্ছে। তাই তাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।
এ ব্যপারে কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীরুল গিয়াস বলেন, চলমান অভিযানে কোন সন্ত্রাসী পালিয়ে বাচঁতে পারবে না। কেউ পার পাবে না। আটককৃতদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-