সোনারপাড়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা উদ্বোধন

নবী হোসাইন নীরব •

উখিয়ার ঐতিহ্যবাহী সোনারপাড়া বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ জুন ) ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উখিয়া উপজেলা সভাপতি, অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। এজেন্ট মেসার্স চাহি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল মাজেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক এফএভিপি ও হেড অব ব্রাঞ্চ কোটবাজার এস এম ই শাখা মোঃ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, কোট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, আবু সিদ্দিক, সোনারপাড়া বাজারে ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি, আবুল বাশার, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, সোনারপাড়া বাজারে পান-সুপারি ব্যবসায়ী সমিতির সভাপতি, সালামত উল্লাহ খান, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হোসেন এস এম সৈয়দ আলম, ইসলামী ব্যাংক কোট বাজার শাখা এজেন্ট ব্যাংকিং অফিস আউটলেটের ইনচার্জ আব্দুল মাজেদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী গ্রাম এখন শহরে পরিণত হচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রত্যন্ত এলাকায় আধুনিক ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার জন্য ইসলামী ব্যাংকের নতুন নতুন সেবা কার্যক্রমের একটি অংশ হলো এজেন্ট ব্যাংকিং সেবা। এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে এজেন্ট ব্যাংকিং সেবা ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে নুরুল আমিন চৌধুরী বলেন, বর্তমান সরকারের ডিজিটাল দেশ গড়ার অংশ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং কার্যক্রমসহ সেলফিন, এটিএম, সিআরএম সহ ডিজিটাল পদ্ধতিতে নিত্যনতুন ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। তিনি এ গ্রাহকদেরকে এ সেবা গ্রহণ করার আহবান জানান।

আরও খবর