গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ থানা সদস্যরা চিহ্নিত এক মাদক কারবারী বসতবাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
সূত্রে জানা যায়, উক্ত অভিযান চলাকালিন সময়ে মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িত বাড়ির মালিক সরোয়ার পাওয়া যায়নি।
তবে উদ্ধার হওয়া অবৈধ অস্ত্র,গুলি গুলো নিজ হেফাজতে রাখার অপরাধে সরোয়ার’র স্ত্রীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটক নারী হচ্ছে, টেকনাফ সদর ইউপি উত্তর লম্বরী এলাকার রশিদ আহাম্মদ মেয়ে, সরোয়ার’র স্ত্রী সাবিনা ইয়াছমিন(২৭)।
এই অভিযানের বিস্তারিত তথ্যের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ৩১ মে (সোমবার) গোপন সংবাদের তথ্য অনুযায়ী, দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে (ওসি) অপারেশন খোরশেদ আলম’র নেতৃত্বে পুলিশের একটি চৌকষ অভিযানিক দল মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িত টেকনাফ সদর ইউপি উত্তর লম্বরী সরোয়ার নামে এক মাদক কারবারীর বসত বাড়িতে তল্লাশী অভিযান পরিচালনা করে তাদের শয়ন কক্ষে কাঠের উপর বেডের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১টি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি,১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।
এসময় অবৈধ অস্ত্র,গুলি গুলো নিজ হেফাজতে রাখার দায়ে সরোয়ার’র স্ত্রীকে আটক করা হয়।
তিনি আরো বলেন,উদ্ধারকৃত অস্ত্র,গুলিসহ আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে এবং উক্ত মামলায় আটক নারীর স্বামী মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িত সরোয়ারকে পলাতক আসামী করা হবে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-