উখিয়া ডিগ্রী কলেজে বহুতল ভবন নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে : ইউএনও

উখিয়া প্রতিনিধি •

কক্সবাজারের অন্যতম বিদ্যাপিঠ উখিয়া ডিগ্রী কলেজে বহুতল ভবন ও গাড়ীর শেড নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করেন কলেজের গভর্ণিং বডির সভাপতি ও উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।

সোমবার (৩১ মে) বিকেলে এ জায়গা পরিদর্শন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন,উপজেলার শিক্ষার মান বৃদ্ধি ও সুযোগ সুবিধা বাড়াতে খুব শীঘ্রই এ নির্মাণ কাজ শুরু হবে।

এসময় উপজেলা প্রকৌশলী, জিবির সদস্য ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, জিবির সদস্য ও অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো, কলেজ অধ্যক্ষ অজিত কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে।

আরও খবর