উখিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার!

ইমরান আল মাহমুদ,উখিয়া •


কক্সবাজারের উখিয়ায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(৩১মে) দুপুর দেড়টার দিকে পাগলিরবিলের অঙ্গিয়ারডেবা থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

স্থানীয়রা জানান,প্রথমে জঙ্গলের মধ্যে লাশ দেখতে পেয়ে ভয়ে চলে আসে স্থানীয় হাফেজ ছাত্ররা। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ জানান, দুপুর দেড়টার দিকে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি বলে তিনি জানান।

আরও খবর