এম.এস রানা, কক্সবাজার জার্নাল •
দেশে চলমান করোনা ভাইরাস প্রতিরোধে উখিয়া উপজেলার বিভিন্ন ষ্টেশন, বাজার অলিতে-গলিতে পথচারীদের জন্য হাত ধোয়ার জন্য পানি সাবান ও বেসিনের ব্যবস্থা করেছিল বিভিন্ন এনজিও সংস্থা, প্রশাসন ও বাজার পরিচালনা কমিটি।
এসব বেসিনে প্রথম দিকে সাবান ও পানির ব্যবস্থা থাকলেও বর্তমানে অধিকাংশ জায়গায় সাবান নেই, পানি নেই অনেক জায়গা থেকে পুরো বেসিনও উধাও হয়ে গেছে।
উখিয়া সদর ষ্টেশন, দারোগা বাজার,কোটবাজার ও মরিচ্যা বাজারে সরজমিনে দেখা যায়, নোংরা হয়ে পড়ে আছে বেসিন। সাবান পানি অনেক আগে থেকেই নেই কোথাও পানির ব্যবহার ও হাত ধোয়ার প্রয়োজন মনে করলে বেসিনে গিয়ে নিরাশ হতে ফিরে আসতে হয় পথচারীদের।
স্থানীয়রা বলছেন, অনেক বেসিন বসানোর পর থেকেও কোন প্রকার পানির সংযোগ দেয়া হয়নি।
বাজারের ব্যবসায়ীরা বলেছেন, প্রয়োজনের সময় পানি পাই না। কখনো থাকে কখনো থাকে না। পর্যাপ্ত পানি ও সাবানের ব্যবস্থা থাকলে ভালো হতো।
কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, আমার দোকানের সামনে স্থাপিত বেসিনে নিজের টাকা খরচ করে অনেক বার পানি ও সাবান দিয়েছি। পাশের কোন দোকানদার সহযোগিতা করছেনা ফলে বর্তমান খালি বেসিনই পড়ে আছে। যদি সকল ব্যবসায়ীরা এগিয়ে আসতো তাহলে পানি সাবান দিয়ে হাত ধোয়ার অব্যাস গড়ে উঠতো পথচারীদের মাঝে এতে যেমন করোনা প্রতিরোধে সহায়ক হতো, তেমনি সাধারণ মানুষের উপকারও হতো।
বসানোর পর থেকেও পানির সংযোগ না পাওয়া একটি বেসিন নিয়ে মরিচ্যা বাজার ব্যবসায়ী কল্যান সমবায় সমিতির সভাপতি এম মনজুর আলম কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, পাশে পানি সংযোগ দেয়ার কোন মোটর না থাকার কারনে পানির সংযোগ দেয়া সম্ভব হয়নি, তবে অতি তাড়াতাড়ি বেসিন গুলো তে পানি ও সাবানের ব্যবস্হা করা হবে।
কোটবাজার হকার কল্যান সমিতির সভাপতি শাহ আলমের জানতে চাওয়া হলে তিনি বলেন এসব বিষয়ে আমাদের করার কিছু নেই।
জানতে চাওয়া হলে অনেক পথচারী বলেন, অনেকদিন আগে থেকেই এখানে পানি ও সাবান নেই। পথচারীরা হাত ধোয়ার জন্য এসে পানি না পেয়ে ফিরে যান। আসলে দেখার কেউ নেই। এনজিও গুলো বেসিন বসিয়ে দায়িত্ব শেষ করেছে, আমরা দেখে দেখে দিন পার করবো এমনটি হয় এবং হচ্ছে । বাজারের অলি-গলিতে করোনাভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছিল।এখন অনেক জায়গা পানির ট্যাঙ্ক দেখতে পাওয়া যায় না। বেসিন এবং সাবান অনেক আগে থেকেই উধাও।
বর্তমানের করোনার ভয়াবহ তা রোধে পানি ও সাবান দিয়ে হাত ধোয়ার কোন বিকল্প নেই। তাই অতি শীঘ্রই পরিতাক্ত বেসিন গুলো কে ব্যবহারের উপযোগী করে তা পানি ও সাবান দেয়ার ব্যবস্হা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের সু-দৃষ্টি কামনা করছেন উপজেলাবাসী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-