জাহেদ হাসান •
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৫ শত টাকা এবং মাদক কারবারে ব্যবহৃত ৬ টি মোবাইল সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
শুক্রবার (২৮ মে) দুপুর অনুমানিক ১:৫০ মিনিটের সময় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কক্সবাজার পৌরসভার তারাবনিয়ারছড়া জামে মসজিদের পূর্ব পার্শ্বে হাজেরা পারভিন এর মালিকানাধীন বাড়ির ৪র্থ তলার দক্ষিণ পাশের ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়েছে।এসময় আটককৃতদের কাছ থেকে ১৬ হাজার ইয়াবা,নগদ ৩৮ হাজার ৫শত টাকা,৪ টি স্মার্ট মোবাইল ও দুটি বাটন মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ ৪ নং ওয়ার্ডের নতুন পল্লানপাড়ার মৃত বশির আহমদের ছেলে মোহাম্মদ শাহ আলম, ঈদগাঁও ২ নং ওয়ার্ডের সিকদার পাড়ার মোতাহের আহমদের ছেলে এমদাদুল হাসান এবং কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছরার মোঃ রশিদের ছেলে তৌহিদুল হাসান।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সদর থানা পুলিশ নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-