টেকনাফে পাহাড় ধসে প্রাণ গেল শিশুর

বিশেষ প্রতিবেদক •

কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে ঘরের দেয়াল ভেঙে তামিম ইকবাল নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের রুবেলের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশু তামিম ইকবাল ওই এলাকার বাসিন্দা মো. রুবেলের ছেলে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে টেকনাফ উপজেলা থেকে পাহাড় ধসে আহত এক শিশুকে হাসপাতালে আনে স্বজনরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও খবর