করোনা সংক্রমণ: দেশে দশম থেকে অষ্টম স্থানে উঠে এসেছে কক্সবাজার

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী •

সারা বাংলাদেশে করোনা সংক্রামণে কক্সবাজার জেলা দশম স্থান থেকে অষ্টম স্থানে উঠে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মানচিত্র ও ড্যাশ বোর্ডের দেশের টপ ১০ জেলার মধ্যে কক্সবাজার গত বুধবার ২৬ মে ১০ হাজার ৯২৭ জন করোনা শনাক্ত হওয়া রোগী নিয়ে অষ্টমে স্থানে রয়েছে। অথচ গত ১৬ মে পর্যন্ত কক্সবাজার জেলা ৯ হাজার ৯৭৬ জন করোনা রোগী নিয়ে ১০ নম্বরে ছিল। গত প্রায় এক মাস ধরে ক্যাম্প গুলোতে রোহিঙ্গা শরনার্থীদের (বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক-FDMN) মাঝে করোনা সংক্রামণ আশংকাজনক ভাবে বেড়ে যাওয়ায় দেশব্যাপী সংক্রামণের তালিকায় কক্সবাজার জেলা আরো ২ ধাপ উপরে উঠে গেছে।

তবে কক্সবাজার সিভিল সার্জন অফিসের করা ২৬ মে’র পরিসংখ্যান মতে কক্সবাজার জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার জন। স্বাস্থ্য অধিদপ্তরের ড্যাশ বোর্ডর চেয়ে কক্সবাজার সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানে মোট ৯২৭ জন রোগী কম রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ড্যাশ বোর্ডের তথ্য মতে, করোনা সংক্রামণে দেশের টপ ১০ জেলা হলো-ঢাকা জেলায় করোনা রোগী শনাক্ত করা হয়েছে ৩ লক্ষ ২৭ হাজার ৯৮৩ জন। চট্টগ্রাম জেলায় শনাক্ত করা হয়েছে ৪৭ হাজার ৬১৩ জন, নারায়নগঞ্জ জেলায় ১৪ হাজার ৭৮৫ জন, কুমিল্লা জেলায় ১৪ হাজার ৭৮২ জন, বগুড়া জেলায় ১৪ হাজার ২৪৪ জন, সিলেট জেলায় ১৩ হাজার ২০৩ জন, গাজীপুর জেলায় ১২ হাজার ৪ জন, কক্সবাজার জেলা ১০ হাজার ৯২৭ জন, ফরিদপুর জেলায় ১০ হাজার ৭৫৪ জন এবং খুলনা জেলা ১০ হাজার ৫১৮ জন করোনা রোগী নিয়ে দেশে দশম স্থানে অবস্থান করছে।

আরও খবর