মানববন্ধনে বক্তারা

টেকনাফের অন্যতম পর্যটন স্পট ‘নেচার পার্ক’ রক্ষায় এগিয়ে আসুন!

টেকনাফ প্রতিনিধি •


কক্সবাজারের টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য বা নেচার পার্ক রক্ষায় এক মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

২৭ মে (বৃহস্পতিবার) দুপুর ১২ টার দিকে ‘আমরা জান দেব, তবুও নেচার পার্ক দেব না’ শ্লোগানকে সামনে রেখে উপজেলা শহীদ মিনার চত্বরে কক্সবাজার দক্ষিণ বনবিভাগ টেকনাফ রেঞ্জের সহব্যবস্থাপনা কমিটি ও সিপিজিসহ স্থানীয় বাসিন্দার আয়োজনে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

এতে সহব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল বশর, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, হ্নীলা ইউপি সদস্য মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা গুরা মিয়া সহ স্থানীয় বাসিন্দা,খেলোয়াড়, পরিবেশ কর্মী ও সিপিজি সদস্যসহ অনেকে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে কক্সবাজার দক্ষিণ বনবিভাগ টেকনাফ রেঞ্জের সহব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল বশর বলেন, টেকনাফের স্থানীয় বাসিন্দাদের জন্য বিনোদনের জন্য তেমন কোন স্থান নেই। বনবিভাগের মাধ্যমে আমরা দমদমিয়াস্থ ‘বন্যপ্রাণী অভয়ারণ্য’ এলাকাটি নেচার পার্ক হিসেবে পেয়েছি। আমাদের ছেলে মেয়েরা, স্থানীয় বাসিন্দাসহ দেশী বিদেশী পর্যটকরা প্রতিনিয়ত নেচার পার্কে আসেন এবং পার্কের প্রাকৃতিক সৌন্দর্য্য ও জীববৈচিত্র উপভোগ করেন।

তিনি বলেন, ‘তাছাড়া পার্কের ভেতরে থাকা একটি মাঠে স্থানীয় যুবকরা নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করেন। কিন্তু আমরা আশঙ্কা করছি পার্কটি রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যুতে দখল হয়ে যেতে পারে। ইতোমধ্যে সেখানে কারা যেন লাল পতাকা দিয়ে পার্কটি সংরক্ষিত এলাকায় পরিণত করতে চাই তা আমাদের জানা নেই। সর্বোপরি এই পার্কটি আমরা টেকনাফবাসী বন্যপ্রাণী অভয়ারণ্য ও পর্যটন স্পট হিসেবে অবভুক্ত চাই।

নেচার পার্ক রক্ষায় মানববন্ধনে অংশ নেয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘আমার এলাকার স্থানীয় যুবক ও স্কুল কলেজ পড়–য়ারা মাদক ছেড়ে নেচার পার্কের মাঠটি নিয়মিত খেলাধুলা করতেন।

এখন ওই মাঠে লাল পতাকা দেয়ায় কেউ সেখানে খেলাধুলা করতে যেতে পারছেনা। পার্কের ভেতরে ক্রীড়া চর্চার এই মাঠটি স্থানীয়দের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখা প্রয়োজন।’

আরও খবর