গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফে মাদক পাচারকারীর ফেলে যাওয়া ৫১ হাজার ৮শত পিস ইয়াবাবর্তী একটি বস্তা উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে ইয়াবার চালনটির সাথে জড়িত কোন পাচারকারিকে আটক করতে পারেনি তারা।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ২৭ মে (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফে দায়িত্বরত লে: কমান্ডার এম মিরাজুল হাসান প্রেস ব্রিফিং’র মাধ্যমে স্থানীয় সংবাদ কর্মিদের জানান গোপন সংবাদের তথ্য অনুযায়ী ২৭ মে (দিবাগত) গভীর রাত দেড় টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন সাবরাং জিরো পয়েন্ট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় একজন ব্যক্তিকে মোটর সাইকেল যোগে সাদা রংয়ের বস্তা নিয়ে আসতে দেখা যায়। ঐ ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে দাঁড়ানো জন্য সংকেত দেয়।
উক্ত ব্যাক্তি কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে মেরিন ড্রাইভের পার্শ্ববর্তী গ্রামীন রাস্তা দিয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে যাওয়ার সময় মোটর সাইকেল থেকে সাদা রংয়ের একটি বস্তা পড়ে যায়। এরপর কোস্টগার্ড সদস্যরা মাদক পাচারকারীর ফেলে যাওয়া বস্তাটি তল্লাশী করে ৫১হাজার ৮শত পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন উদ্ধারকৃত ইয়াবা গুলো পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে মাদক বিরোধী চলমান এই অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-