ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগরের জোয়ারের পানিতে তলিয়ে গেছে উখিয়ার ৩টি গ্রাম

ফারুক আহমদ, উখিয়া •


বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগরের জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে উখিয়ায় বেশ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে।

জালিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান সমুদ্র উপকূল উত্তর সোনার পাড়া, চরপাড়া ডেইল পাড়া গ্রামসহ কয়েকটি গ্রামে সাগরের পানি ঢুকে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ দুপুরে উত্তর সোনার পাড়া চর পাড়া ও ডেইল পাড়া সহ ক্ষতিগ্রস্ত মেরিন ড্রাইভ সড়ক এলাকা পরিদর্শন করেছেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি তাজ উদ্দিন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন উপস্থিত ছিলেন।

এছাড়াও উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ক্ষতিগ্রস্ত প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন , সাগরে লঘুচাপ ও পূর্ণিমার কারণে সাগরের জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পায়। রাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ায় কয়েকটি গ্রামে পানি ঢুকেছে । সমুদ্র চরে ঝাউবিতি উপড়ে গেছে।

তিনি আরো জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা জেলা প্রশাসক কার্যালয় বরাবরে প্রেরণ করা হয়েছে।

আরও খবর