চট্টগ্রাম •
চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মে) বিকেল ৩টায় উপজেলার বাইপাস সড়কের বাস টার্মিনালের পাশ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নজরুল ইসলাম (৪৩), আবুল হাসান (১৯), মঞ্জু (৪৫), সোহাগ (৩২) ও খাইরুল আলম সুজন (৩৫)। এ সময় একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
পুলিশ জানায়, কাভার্ভভ্যানে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নারায়ণগঞ্জের দিকে যাচ্ছে- গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে পটিয়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। বিভিন্ন গাড়ি তল্লাশির একপর্যায়ে একটি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৬০ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিক রহমান। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-