দমানো যাচ্ছেনা রোহিঙ্গা মাদক কারবারিদের: নেটওয়ার্ক ছড়াচ্ছে সারাদেশ

নিজস্ব প্রতিবেদক •

উখিয়ায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ ১জন রোহিঙ্গাকে আটক করেছে।

সূত্র জানায়,২৫ মে দুপুর ১টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে উখিয়ার হিজলিয়াস্থ হরিণমারা রাস্তার সামনে প্রধান সড়কে অভিযানে যায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি শপিং ব্যাগসহ ৮নং বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৩৫ এর বাসিন্দা পেঠান আলীর পুত্র মোঃ সালাম (৩৫) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে শপিং ব্যাগটি তল্লাশী চালিয়ে ৯হাজার ৯শ ৫০পিস পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোঃ শেখ সাদী নিশ্চিত করে জানান, জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদককারবারীকে বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।

এদিকে, প্রতিদিনই ইয়াবাসহ আটক হচ্ছে রোহিঙ্গা মাদক কারবারিরা। তারপরও দমানো যাচ্ছেনা। দেদারসে চালিয়ে যাচ্ছে ইয়াবার কারবার। নেটওয়ার্ক তৈরি করছে সারাদেশে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরেও ইয়াবা পাচার করছে সারাদেশে। ইয়াবা ছাড়াও তারা জাল টাকা এবং গাঁজা ব্যবসায় সক্রিয়।

আরও খবর