কক্সবাজারে একই দিনে বদলি হলো দুই থানার ওসি!

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী •

রামু থানার ওসি কে.এম আমিরুজ্জামান এবং কুতুবদিয়া থানার ওসি জামাল উদ্দিন’কে বদলী করা হয়েছে।

এ দুই পুলিশ কর্মকর্তাকে স্ব স্ব কর্মস্থল থেকে বদলীপূবর্ক তাদের চাকুরী এপিবিএন (আর্মড পুলিশ পুলিশ ব্যাটালিয়ান) এ ন্যস্ত করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে এ আদেশ জারী করা হয়েছে। প্রসঙ্গত, মেজর (অব:) সিনহা মো: রাশেদ হত্যাকান্ডকে কেন্দ্র করে কক্সবাজার জেলা পুলিশের সকলকে বদলী করার পর অন্যান্যদের সাথে বদলী হওয়া পুলিশ কর্মকর্তাদ্বয়কেও রামু ও কুতুবদিয়ার ওসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল

আরও খবর