টেকনাফের হ্নীলা জাদিমুরার ‘মেসার্স নিস্পা মেডিকেল হল’ এখন উখিয়ার বালুখালীতে!

সংবাদ বিজ্ঞপ্তি •

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাদিমুরা এলাকার মেসার্স নিস্পা মেডিকেল হল (MiS/ MISFA-MEDICAL-HALL) যার লাইসেন্স নং-ডি-এল-নং-০৯৪৮ ।

এই ঔষধের দোকানটি স্থান পরিবর্তন করে বর্তমানে উখিয়া উপজেলার অন্তর্গত বালুখালী ময়নারঘোনা এলাকায় স্থানান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উক্ত দোকানের প্রোপ্রাইটর ডা: মোহাম্মদ আলম।

আরও খবর