আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামে ছেলের হাতে সৎ মা নিহত হওয়ার ঘটনায় প্রধান আসামী আলমগীরকে স্ত্রী সহ আটক করেছে উখিয়া থানা পুলিশ।
২৩মে (রবিবার) এসআই আল আমিনের নেতৃত্বে পুলিশের চৌকস একটি টিম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আত্নগোপনে থাকা অবস্থায় তাদের আটক করা হয়।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, সৎ মা হত্যার ঘটনায় ঘাতক ছেলেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে স্ত্রীসহ আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ, গত ২রা এপ্রিল উপজেলার রাজাপালং ইউনিয়নের আমিন পাড়া গ্রামে সৎ ছেলে আলমগীরের-এর দায়ের কোপে মা আনোয়ারা নিহত হয়েছেন।
নিহত আনোয়ারা হোসেনের-এর ২য় স্ত্রী। পারিবারিক বিরোধের জের ধরে তর্কাতর্কির এক পর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনার পর থেকে আলমগীর পলাতক ছিলো।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-