টেকনাফে বিদেশী বিয়ারসহ স্বামী-স্ত্রী আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফ থানা পুলিশের হাতে ৩০ ক্যান বিদেশী বিয়ারসহ স্বামী-স্ত্রী আটক।

আটককৃতরা টেকনাফ পৌরসভা কুলাল পাড়া এলাকার মৃত মো. ইসলামের পুত্র মো.মনিক্যা প্রকাশ বেলু (৫০), বেলুর স্ত্রী হামিদা খাতুন (৪৫)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হাফিজুর রহমান জানান, মাদক পাচার প্রতিরোধ ও কারবারে জড়িত অপরাধীদের ধরতে পুলিশ সদস্যরা মাদক বিরোধী অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে ২২ মে (শনিবার) দিবাগত রাত ১১টার দিকে এসআই সাজ্জাদ সজিব,যায়েদ হাসান,এএসআই হেলালসহ পুলিশের একটি চৌকষ অভিযানিক দল টেকনাফ পৌরসভা ডেইল পাড়া এলাকায় মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে এক নারীসহ খুচরা দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
এসময় আটক আসামীদের হেফাজতে থাকা ৩০টি বিদেশী বিয়ার উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আটক দুই অপরাধীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

আরও খবর