চকরিয়া প্রতিনিধি •
নানার বাড়ি থেকে ঘরে ফেরার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় মারিয়া মেহেরাজ নেহা (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া মালুমঘাট স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মরিয়া ডুলাহাজারা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মাহবুবুর আলমের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মালুমঘাট স্টেশনে ম্যাজিক গাড়ি যাত্রী নামানোর জন্য থামে। এ সময় চকরিয়া থেকে যাত্রী নিয়ে কক্সবাজারমুখী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ম্যাজিক গাড়িতে থাকা মারিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারিয়ার মৃত্যু হয়।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. শাফায়াত হোসেন বলেন, নিহত শিশু নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। ম্যাজিক গাড়িতে মায়ের পাশে বসা অবস্থায় পেছন দিকে থেকে আসা যাত্রীবাহী বাস ম্যাজিক গাড়িকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় শিশু মারিয়া। পরে হাসপাতালে ভর্তির পর সে মারা যায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-