গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মরন নেশা ইয়াবা ব্যবসা করে সল্প সময়ে কোটি পতি হওয়ার জন্য এই পাচার আগ্রাসনে লিপ্ত হচ্ছে অর্থলোভী নারীরা।
অনুসন্ধানে দেখা যায় টেকনাফের বিভিন্ন এলাকায় পুরুষ মাদক কারবারীদের পাশাপাশি নারী মাদক ব্যবসায়ীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
এদিকে, টেকনাফ উপজেলায় মাদক পাচার প্রতিরোধে কর্মরত আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা মাদক পাচার প্রতিরোধ ও কারবারে জড়িত অপরাধীদের আইনের আওয়তাই নিয়ে আসার জন্য কঠৌর অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারবাহিকতায় টেকনাফ থানা পুলিশ সদস্যরা আবারও মাদক পাচার বিরোধী একটি অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হয়েছে।
আটক দুই নারী হচ্ছে, টেকনাফ সদর নুতুন পল্লানপাড়া এলাকার ইউসুফ’র স্ত্রী আমিনা খাতুন(৪৫), একই এলাকার সিদ্দিক’র স্ত্রী বুলবুল আক্তার(২৫)।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে ২১মে (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওসি (অপারেশন) খোরশেদ আলম’র নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়ন ৪নং ওয়ার্ড নুতুন পল্লানপাড়া এলাকা থেকে ৩ হাজার ৬শ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
আটক দুই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-