সম্প্রতি হঠাৎ করেই রোহিঙ্গা শিবিরে করোনার সংক্রমণের হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় উখিয়াবাসীকে সতর্ক হওয়ায় আহবান জানিয়েছেন ইউএনও নিজাম উদ্দিন আহমেদ। তিনি রোহিঙ্গা শিবিরের কোনো শ্রমিককে কাজে না লাগানোর জন্য অনুরোধ জানিয়ে সবার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বার্তা জানিয়েছেন, তা কক্সবাজার জার্নাল পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো —
সম্মানিত উখিয়া উপজেলাবাসী,
রোহিঙ্গা ক্যাম্পে করোনাভাইরাস সংক্রমণ আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে কয়েকটি ক্যাম্প লকডাউনের আওতায় আনা হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর মাঝেও সংক্রমনের উর্ধ্বগতি লক্ষনীয়।
দয়া করে বিভিন্ন যানবাহন ও বাজারসহ সকল ধরনের হোটেল, দোকানপাটে শ্রমিক-কর্মচারী হিসেবে রোহিঙ্গাদের কাজে নিয়োজিত করা থেকে বিরত থাকুন।
নিজেদের সুরক্ষার জন্যই এই পদক্ষেপ নেয়া জরুরী। উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করা হলো।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-