ডেস্ক রিপোর্ট •
কক্সবাজার সদরের ঈদগাঁও মাইজপাড়া এলাকায় মেয়ের সামনে প্রকাশ্য দিবালোকে পিতাকে সংজ্ঞবদ্ধভাবে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। স্ত্রীসহ শ্বশুর বাড়ির লোকজন ঘটনাটি ঘটিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
শুক্রবার (২১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে এঘটনা ঘটে। আহত ব্যাক্তির নাম মঞ্জুর। তিনি একজন প্রবাসী।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, পারিবারিক বিরোধের জের ধরে আক্রান্ত ব্যাক্তির শ্বশুরবাড়ির লোকজন এঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ লোকটি মারা গিয়েছে বলে প্রচার করা হচ্ছে। কিন্তু তিনি মারা যান নি বলেও নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-