চকরিয়ায় পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: এক কিশোরী ও যুবক নিহত

এম.মনছুর আলম, চকরিয়া •


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পিকআপ ও মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বোরহান উদ্দিন বিপু (২৩) ও তাবাচ্ছুম মারিয়া জুঁই (১৫) নামের দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে।

খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পিকআপ গাড়িটি জব্দ করেছে পুলিশ। তবে দূর্ঘটনার পর পরই চালক পলাতক রয়েছে।

শুক্রবার (২১মে) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্থ বানিয়ারছড়া স্টেশনের দক্ষিণে ময়লার স্তুুপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দূর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন, কুমিল্লা জেলার কতোয়ালী কাপটন বাজার এলাকার দুলাল মিয়া’র ছেলে বোরহান উদ্দিন বিপু ও একই এলাকার মিশর আহমদের কন্যা তাবাচ্ছুম মারিয়া জুঁই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপু ও জুঁই মোটরসাইকেলযোগে কক্সবাজার থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন। প্রতিমধ্যে মহাসড়কের চকরিয়াস্থ বানিয়ারছড়া স্টেশনের দক্ষিণে ময়লার স্তুুপ এলাকায়
পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়।

সড়কে দূর্ঘটনার সংবাদ পেয়ে মহাসড়কের চিরিংগা হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করেছে।

মহাসড়কের চিরিংগা হাইওয়ে পুলিশের এস আই সিরাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা অব্যাহত আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আরও খবর