গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে থানায় কর্মরত পুলিশ সদস্যদের সাঁড়াশী অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ৬ অপরাধী আটক করেছে। অপর একটি অভিযানে দেশীয় তৈরী ৮টি রামদাসহ ইমরান নামে এক সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
অভিযান গুলোর সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ২১ মে (শুক্রবার) সকাল ৬ টার দিকে গোপন সংবাদের তথ্য অনুযায়ী,অতিরিক্ত পুলিশ সুপার মো.রফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল হ্নীলা পুর্ব-পানখালী এলাকার কামাল আহাম্মদ’র পুত্র মো.ইমরান (২৫)কে আটক করে। এসময় বিভিন্ন ডিজাইনের দেশীয় তৈরী ৮টি রামদা উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
তিনি আরো জানান,২১মে (শুক্রবার) দিবাগত গভীর রাত থেকে সকাল পর্যন্ত থানায় কর্মরত পুলিশের অভিযানিক দলের সদস্যরা পৃথক পৃথক অভিযান পরিচালনা করে টেকনাফ উপজেলার অন্তর্গত সদর ইউপি,হ্নীলা ইউপির বিভিন্ন এলাকা থেকে দীর্ঘ দিন পালিয়ে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার এজাহার ভুক্ত পলাতক থাকা ৬ আসামীকে আটক করতে সক্ষম হয়।
আটক আসামীরা হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়ন পশ্চিম গোদারবিল এলাকার মৃত আব্দুল মালেকের পুত্র আব্দুর রহমান (৪৫), হ্নীলা ইউনিয়নের মো.জিয়াবুল হক (২৫), মো.একরাম(২৬), মো.শাহ আলম (৩২), মো.করিম(২৮),মো.সালেহ(৩০)।
আটক আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-