নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার, দৈনিক পূর্বদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও কক্সবাজার জার্নাল ডটকম’র উপদেষ্টা সম্পাদক রাসেল চৌধুরী সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে কোটবাজার সিএনজি মালিক সমবায় সমিতি।
সোমবার কোটবাজার সিএনজি মালিক সমবায় সমিতির অফিসে রুহুল আমিন খানের সভাপতিত্বে মোনাজাত পরিচালনা করেন কোটবাজার জামে মসজিদের ইমাম দেলোয়ার হোসাইন।
মোনাজাতে সাংবাদিক রাসেল চৌধুরীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং করোনা মহামারি থেকে দেশবাসীকে রক্ষার জন্য বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি সাংবাদিক রাসেল চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-