উখিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মামুন আটক

নিজস্ব প্রতিবেদক •

উখিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

পহেলা মে রাত ৯টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ মনির মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা পাওয়া যায় বলে জানায় পুলিশ।

আটক মাদক ব্যবসায়ী হলেন, রুমখাঁ মনির মার্কেট এলাকার মৃত শামসুল আলমের ছেলে গোলাম মহিউদ্দিন মামুন (৩০)।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

আরও খবর