ট্রাক চাপায় শিশুর মৃত্যু, লাখ টাকায় আপস!

চকরিয়া প্রতিনিধি •


কক্সবাজারের চকরিয়ায় সড়ক নির্মাণ কাজে পানি ছিটানোর সময় ট্রাকের নিচে চাপা পড়ে মো. সাকিব (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান দুর্ঘটনায় শিশু মারা যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’পক্ষের মধ্যে আপস হওয়ায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত সাকিব কাকারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোয়ার আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বরইতলী-শান্তিবাজার-কাকারা-ইয়াংছা সড়কের ঠিকাদারী প্রতিষ্ঠান আলভি কনস্ট্রাকশনের একটি পানিভর্তি ট্রাক সড়কে ধুলোবালি ঠেকাতে পানি ছিটাচ্ছিল। এসময় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে সাইকেল আরোহী শিশু সাকিবকে পানি ভর্তি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় সাকিব। স্থানীয় লোকজন জানায়, নিহত শিশুর পরিবার দরিদ্র। গাড়ির কোম্পানির পক্ষ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দিলে দু’পক্ষের মধ্যে আপস হয়।

আরও খবর