টেকনাফে ইয়াবা ও অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী আটক!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফ থানায় কর্মরত পুলিশ সদস্যরা আবারও মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ী আটক করেছে।

এসময় তাদের কাছ থেকে ২২৫০পিস ইয়াবা,১টি লম্বা কিরিচ,১টি ছোরা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃতরা হচ্ছে,হোয়াইক্যং নয়াপাড়া এলাকার মৃত বজলুর করিম প্রকাশ বজল করিমের পুত্র আমির হোসেন(৩৭),
মৃত আবুল মন্জুর’র পুত্র আক্তার হোসেন(২৮)।
অভিযানের তথ্যটি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার

ভারপ্রাপ্ত (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে হোয়াইক্যং ইউপি ৫নং ওয়ার্ড নয়াপাড়া সরকারী বিদ্যালয় সংলগ্ন এলাকায় মাদক কারবারে জড়িত একটি গ্রুপ ইয়াবা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান নিয়েছে।

উক্ত সংবাদের তথ্য অনুযায়ী,১মে (শনিবার) ভোর রাত সাড়ে তিনটার দিকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই নুরে আলম’র নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ইয়াবা,দেশীয় তৈরী ২্টি ছোরাসহ মাদক ব্যবসায় জড়িত এই দুই অপরাধীকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন,আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করে পরবর্তী কার্যক্রম শেষ করার দুই আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।

আরও খবর