নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে ৮ বছর বয়সী এক পথশিশুকে গণধর্ষণের অভিযোগে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে সৈকতের লাভনী পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে পথশিশুকে গণধর্ষণের ঘটনায় নতুন জীবন নামের একটি সংগঠনের সদস্য জুবাইর হোছাইন বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেন।
আটকৃতরা হলেন পেকুয়া উপজেলার গোয়াখালী এলাকার মো. আরিফ, রোহিঙ্গা দাবিদার মো. রাশেদ ও মো. জুয়েল।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত বিপুল চন্দ্র। তিনি বলেন, নির্যাতনের শিকার ওই শিশুকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
‘৮ বছরের এক পথশিশুকে গণধর্ষণ করে তিন যুবক। গত বৃহস্পতিবার রাতে সমুদ্র সৈকতের সিগ্যাল পয়েন্টে ৩ যুবকের হাতে ধর্ষণের শিকার হয় ওই শিশু। শুক্রবার দুপুরে ওই তিন ধর্ষককে আটক করা হয়। তারা পেশাদার ছিনতাইকারী। ধর্ষণের শিকার শিশুর স্বীকারোক্তিমতে, তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে নতুন জীবন সংগঠনের সদস্যরা।’
নতুন জীবন’র সভাপতি ওমর ফারুক হিরু জানান, বিষয়টি তার নজরে আসলে শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন। পরে সংগঠনের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ৩ যুবককে আটক করে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। পুলিশের সহযোগিতায় ওই শিশুকে ওসিসিতে পাঠানো হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-