গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল•
মহামারি করোনার আগ্রাসনের কবলে পড়েছে টেকনাফ উপজেলা।
তথ্য সূত্রে দেখাযায়, এমন কোন দিন টেকনাফে করোনা রোগী সনাক্ত হচ্ছেনা। প্রতিনিয়ত সনাক্তের সংখ্যা বেড়েই চলছে।
তারই ধারাবাহিকতায় ৩০ এপ্রিল (শুক্রবার) কক্সবাজার সদর হাসপাতাল পিসিআর ল্যাবে টেকনাফের ১৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
(কোভিড-১৯) করোনায় পজেটিভ সনাক্তের সর্বোচ্চ সংখ্যা। ১৭ জন করোনা রোগীর মধ্যে টেকনাফ সদর ইউনিয়ন খোনকার পাড়া-১জন, নাজিরপাড়া-১জন, শিলবুনিয়া পাড়ার-৩জন, লেংগুর বিল এলাকায়-৪জন, নতুন পল্লানপাড়ার-১জন, টেকনাফ পৌরসভায় ইসলামাবাদের-১জন,পুরান পল্লানপাড়ার-১জন,
কলেজ পাড়ার-১জন, সাবরাং ইউপির-১জন,হ্নীলা ইউপির-১জন, হোয়াইকং ইউপির-১জন।
এব্যাপারে টেকনাফ উপজেলা হাসপাতালের দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার টিটু চন্দ্র শীল জানান, করোনার রোগীর সংখ্যা প্রতিনিয়ত যে ভাবে বৃদ্ধি পাচ্ছে অত্র এলাকার জনগন সচেতন না হলে আগামী দিনের পরিনতি হবে আরো ভয়াবহ।
করোনার এই আগ্রাসন থেকে বাঁচতে হলে সবাইকে নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে,স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তানা হলে টেকনাফবাসীকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-