ইমরান আল মাহমুদ •
মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের উত্তর জাগিরাঘোনার এক অসহায় বৃদ্ধ মহিলার জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শুক্রবার (৩০ এপ্রিল) কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক এম শাকিলুর রহমানের নেতৃত্বে বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা গ্রামের অসহায় মহিলার জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের নির্দেশে প্রায় ৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী সারাদিন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে অসহায় মহিলার পাকা ধান কেটে ঘরে তুলে দেয় বলে জানা যায়।
ধান কাটার পর ঐ মহিলার বাড়িতে ধান পৌঁছে দেয়ার কাজটিও করে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
মহেশখালী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম শাকিলুর রহমান জানান,কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের নির্দেশে গরীব অসহায় কৃষক খোঁজে তাদের ধান কেটে দিচ্ছি। দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকবে বলে জানান তিনি।
কক্সবাজার জেলা ছাত্রলীগের নির্দেশে করোনার দুর্দিনে অসহায়দের পাশে দাড়ানোর চেষ্টা করছেন তারা।
মহেশখালী কলেজ ছাত্রলীগের এই কর্মকাণ্ডে বেশ খুশি বলে জানান বৃদ্ধ মহিলা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-