প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে হোসাইন মেম্বারের ব্যাখ্যা

বার্তা পরিবেশক •


গত কয়েক দিন ধরে কক্সবাজার-উখিয়া থেকে প্রকাশিত আলোকিত উখিয়া,বাংলা পত্রিকা ২৪, উখিয়া নিউজসহ বেশ কয়েকটি অনলাইন নিউজ প্রোটালে প্রচারিত হ্নীলা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসাইন মেম্বার রোহিঙ্গাদের ভোটার করার নাটের গুরু,কারিগর এবং জঙ্গীগোষ্টিদের সাথে সম্পৃকত্তা আছে উল্লেখ্য করে একটি সংবাদ প্রচার করা হয়েছে।

প্রকাশিত সেই সংবাদটি মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট দাবী করে হোসাইন মেম্বার জানান, হ্নীলা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের জনগন আমাকে বিপুল ভোটের ব্যবধানে পর পর তিনবার আমাকে মেম্বার নির্বাচিত করে। আমার জনপ্রিয়তাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আমার প্রতিপক্ষ গ্রুপ সংবাদ কর্মিদের ভুয়া এবং মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে বানোয়াট ও কাল্পনিক সংবাদ পরিবেশন করেছে। যেই সংবাদের কোন ভিত্তি নেই।

হোসাইন মেম্বার দুঃখ প্রকাশ করে আরো বলেন,
সে জনপ্রতিনিধি থাকা অবস্থায় কোন দিন কোন রোহিঙ্গাকে ভোটার হওয়ার জন্য সুযোগ দেয় নাই এবং কোন জঙ্গী গোষ্টির সাথে তার কোন সম্পৃকত্ততা নাই।

তিনি বলেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।

তিনি জাতির বিবেক সংবাদ কর্মি ভাইদের প্রতি উদ্দেশ্য করে বলেন কারো বিরুদ্ধে কোন নিউজ প্রচার করার বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করে প্রচার করা খুবই জরুরী।

পাশাপাশি আগামীতে এই ধরনের মানহানিকর ভিত্তিহীন বানোয়াট নিউজ প্রচারে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইসিটি মামলা করতে বাধ্য হবো।

প্রতিবাদকারী

হোসাইন মেম্বার
৪নং ওয়ার্ড
টেকনাফ হ্নীলা ইউনিয়ন পানখালী।

আরও খবর