গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
নিজ কর্মগুনের দক্ষতায় টেকনাফ মডেল থানার কর্মরত এএসআই এমরান ভুঁইয়া আবারও কক্সবাজার জেলা পুলিশের শ্রেষ্ট এএসআই নির্বাচিত হয়েছেন।
২৯ এপ্রিল (বৃহস্পতিবার) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এমরান ভুঁইয়ার হাতে শ্রেষ্টত্বের এই পুরষ্কার তুলে দেন জেলা পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের দায়িত্বরত সিনিয়র অফিসারবৃন্দ টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান।
তথ্য সূত্রে জানা যায়, পুরষ্কার প্রাপ্ত এএসআই এমরান ভুঁইয়া গত বিদায়ী বছরের ২৬/৯/২০ তারিখ নতুন কর্মস্থল টেকনাফ মডেল থানায় যোগদান করেন। অত্র থানায় যোগদান করার পর থেকে তিনি অপরাধীদের ধরতে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছেন।
তিনি প্রতিনিয়ত টেকনাফ মডেল থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় দক্ষতা ও সাহসীকতার সাথে অভিযান পরিচালনা করে এ পর্যন্ত বিপুল সংখ্যক মাদক কারবারী ও বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত অপরাধী এবং দীর্ঘদিন পলাতক থাকা এজাহারভুক্ত সাজাপ্রাপ্ত আসামীদের আটক করতে সক্ষম হয়েছেন।
সেই কর্মগুণের সফলতায় গত গত ৫ মাস আগেও তিনি আরো একবার শ্রেষ্ট পুলিশ অফিসারের পুরষ্কার আদায় করে নিয়েছিলেন।
তারই ধারাবাহিকতায় এএসআই এমরান ভুঁইয়া আবারও জেলার শ্রেষ্ট পুলিশ অফিসার মধ্যে তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন।
বৃহস্পতিবার মাসিক কল্যান সভা শেষে জেলা পুলিশ সুপার তার হাতে উক্ত সম্মননার ক্রেস্টটি তুলে দেন।
এদিকে নিজ কর্মের সফলতা পুরুষ্কার হাতে পাওয়ার পর এএসআই এমরান ভুঁইয়া জেলা পুলিশ সুপার, উখিয়া-টেকনাফের কর্মরত সার্কেল,টেকনাফ থানার ভারপ্রাপ্ত (ওসি) হাফিজুর রহমান, ওসি (তদন্ত) আব্দুল আলীম, ওসি (অপারেশন) খোরশেদ আলমসহ টেকনাফ থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সফলতা অব্যাহত রাখার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-