কক্সবাজার জার্নাল রিপোর্ট •
কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড একশান ব্যাটেলিয়ান (র্যাব-৭)। এসময় তাদের কাছ থেকে ২টি এলজি ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বুধবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় থানার ঢেমুশিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়া জেলার ঢেমুশিয়া নয়াপাড়ার দুলা মিয়ার ছেলে মো. শাহাদাত হোসেন (১৯) ও একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. আব্বাছ (৩০)।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, গোপন সংবাদে জানতে পারি কিছু ব্যক্তি ঢেমুশিয়া এলাকায় মাদক কেনা-বেচা করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮টায় অভিযানে যায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ১টি এলজি ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন জায়গায় অস্ত্র বিক্রি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। গ্রেপ্তার দুই সন্ত্রাসীকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-