কক্সবাজারে ইয়াবাসহ সেন্ট্রাল হসপিটালের বয় আটক

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার শহরের হাসপাতাল সড়ক এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,২৮ এপ্রিল বুধবার কক্সবাজার শহরের হাসপাতাল সড়কের সেন্ট্রাল হসপিটালের সামনে অভিযান চালিয়ে ৪ হাজার পিচ ইয়াবা সহ সেন্ট্রাল হসপিটালে ওটি বয় ও মাদক পাচারকারীকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ী টেকনাফের সাবরাং ইউনিয়ন ৭ নং ওয়ার্ড এর শাহপরীরদ্বীপ মাঝীরপাড়ার মৃত নুরুল ইসলামের পুত্র জিয়াবুল হক (২১)।

কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান,বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোঃ তায়রীফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম ইয়াবাসহ ওই মাদক পাচারকারীকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সেন্ট্রাল হসপিটালে ওটি বয় হিসেবে কাজ করার পাশাপাশি সে মাদক ব্যবসায়ও করছিল।

এ ঘটনায় মোঃ তায়রীফুল ইসলাম বাদী হয়ে আটককৃত ব্যক্তিদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮(সংশোধিত ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান,মাদক নির্মূলে জেলাব্যাপী তাদের এই অভিযান চলমান থাকবে।

আরও খবর