ছাত্রলীগ নেতা আলমগীরের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি •

বঙ্গবন্ধু পুত্র শহীদ শেখ জামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে গরিব-দুঃস্থ মানুষদের মধ্যে ইফতার বিতরণ করেছেন কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলমগীর হোছাইন।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস. এম. সাদ্দাম হোছাইনের নির্দেশে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া বাজারে এই কর্মসূচী পালন করেন তিনি।

বিতরণকালে মো: আলমগীর হোছাইন বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শহীদ লেফট্যানেন্ট শেখ জামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এস. এম. সাদ্দাম হোছাইন কর্মীদের ইফতার বিতরণ কর্মসূচী পালনের নির্দেশ দিয়েছেন।

তার নির্দেশে নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। পাশাপাশি, আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ শেখ জামালকে।

উল্লেখ্য, জেলা জুড়ে সাদ্দাম হোছাইনের নির্দেশে ইফতার বিতরণ কর্মসূচী পালিত হচ্ছে।

আরও খবর