গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফে কর্মরত কোস্টগার্ড সদস্যরা মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে ইয়াবাসহ বাবুল হোসেন (৩০) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে।
এসময় মাদক বহনে ব্যবহার হওয়া একটি সিএনজি জব্দ করে কোস্টগার্ড। আটক যুবক হচ্ছে, টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ড দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মৃত আহমেদ হোসন’র পুত্র।
অভিযানের তথ্যটি নিশ্চিত করে ২৮ এপ্রিল (বুধবার) দুপুর ১২টার দিকে টেকনাফে দায়িত্বরত কোস্টগার্ড কর্মকর্তা লেঃ কমান্ডার এম মীর ইমরান-উর রশিদ সংবাদ স্থানীয় সংবাদ কর্মীদের জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী গত ২৭ এপ্রিল (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে কোস্টগার্ড’র একটি দল টেকনাফ উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে একটি সিএনজি গাড়িতে তল্লাশী অভিযান পরিচালনা করে ২ হাজার ৮শত পিস ইয়াবাসহ বাবুল নামে ঐ মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় এবং মাদক পাচারে ব্যবহার হওয়া সিএনজিটিও জব্দ করা হয়।
তিনি আরো জানান, ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচার প্রতিরোধে কোস্টগার্ড সদস্যদের মাদক বিরোধী চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-